রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে পরিত্যক্ত দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ।
রবিবার দুপুর ১২ টায় উপজেলার মাজবাড়ী ইউপির ঠাকুর রাস্তার মোড় এলাকা হতে দেশীয় তৈরী একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
উদ্ধারকালীন সময়ে রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম এর নির্দেশনায় কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুুদুর রহমান এর নেতৃত্বে এসআই মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্রটি উদ্ধার করে।
এ ব্যপারে কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।