মাসুদ রেজা শিশির ॥
রাজাবাড়ীর পাংশায় রবিবার (২৫ অক্টোবর) দুপুরে স্বারদীয় দূর্গা পূজার ৪র্থ দিনে মহা নবমীতে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস পৌর শহরের ঐতিহ্যবাহী ভাই ভাই সংঘ মন্দিরসহ উপজেলার বিভিন্ন এলাকার পুজা মন্ডপ পরির্দশন করেছে।
শহরের ভাই ভাই মন্দিরে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস অঞ্জলী প্রদান করেন এ সময় ভাই ভাই সংঘের সভাপতি ও পাংশা উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি, জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি নির্মল চন্দ্র কুন্ডুসহ সূর্য নারায়ন শান্তি নিবাসের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মন্দির পরির্দশন শেষে পুজারিদের উদ্দ্যেশে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ দাস বলেন আমরা সকলেই স্বাস্থ্য বিধি মেনে পুজা অর্চণা করব। সেই সাথে মায়ের নিকট সকলেই প্রার্থনা করি মা যেন আমাদের থেকে এই মহামারি করোনা ভাইরাস দূর করে শান্তিময় পৃথিবী আমাদের উপহার দেন।