Newsun24

Most Popular Newsportal

বিনোদন

নতুন প্রেমে মাহি

 

যারা চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফেসবুকে অনুসরণ করেন, তারা জানেন প্রেমময় স্ট্যাটাসে জুড়ি নেই তার। প্রায় সময়ই নতুন প্রেমে পড়ার ইঙ্গিত দেন তিনি। অনেক স্ট্যাটাসে থাকে রহস্য।

যা নিয়ে চলে কানাঘুষা। প্রশ্নের মুখে পড়ে তার সংসারও। অনেকেই কৌতূহলী হয়ে ওঠেন, স্বামী অপুর সঙ্গে মাহির সংসার কি তবে ভেঙেই গেল?

এর আগেও বেশ কয়েকবার বিচ্ছেদের গুঞ্জনে শিরোনামে এসেছেন তিনি। তবে শেষ পর্যন্ত সবই গুজব বলে প্রমাণ হয়েছে। সম্প্রতি আবারো মাহির স্ট্যাটাসকে কেন্দ্র করে তার সংসার বিষয়টি আলোচনায় এলে তার জবাব দিতে গিয়ে সেখানেও পুরো ব্যাপারটি গুজব বলে উড়ালেন ‘পোড়ামন’খ্যাত এ নায়িকা।

২৩ অক্টোবর একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তার যখন মন খারাপ থাকে তখন তিনি প্রেমময় এসব স্ট্যাটাস দেন। মাহির ভাষ্য, ‘আমার যখন অনেক রাগ হয় তখন আসলে মনে থাকে না যে আমি কে, আমাকে অনেকেই দেখছেন ফেসবুকে। আমি কিছু লিখলে সেগুলো কন্ট্রোভার্সি তৈরি করতে পারে। জাস্ট নিজের রাগ এড়ানোর জন্য এসব স্ট্যাটাস দিই।’

দাম্পত্য জীবন নিয়ে তিনি বলেন, ‘অপুর সঙ্গে আমি অনেক রাগ করি। ওকে তো ২৪ ঘণ্টায় আমি ২৭ বার ছেড়ে দিই। সমস্যাটা হলো, ও রাগ করে না। তর্ক করে না।’

এ সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের প্রাপ্তি-অপ্রাপ্তির কথাও জানান মাহি। সেইসঙ্গে বলেন, শুধু টাকার জন্য নয়, অনেক সময় অনুরোধের ঢেঁকি গিলতেও মানহীন সিনেমায় কাজ করতে হয়।

পাশাপাশি মাহি আক্ষেপ করেন শাবনূর-পপিদের যুগের মতো হলভর্তি দর্শক না থাকায়। প্রসঙ্গত ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপু নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন মাহিয়া মাহি। দুজন মিলে বেশ উপভোগ্য দাম্পত্য জীবন রচনা করে চলেছেন।

ঢালিউডের একজন আলোচিত নায়িকা মাহি। প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’ দিয়েই বাজিমাত করেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন। নান্দনিক অভিনয় দিয়ে মাহি ঢালিউডে নিজের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। মাহি আইটেম গানেও ভালোই নিজের ঝলক দেখিয়েছেন। তার প্রথম আইটেম গান ‘অগ্নি টু’ ছবির ‘ম্যাজিক মামণি’ আলোচিত হয়। এরপর কয়েক মাস আগে ‘অন্ধকার জগৎ’ ছবির একটি গানে পারফর্ম করে প্রশংসা পান তিনি। এভাবে মাহি আইটেম গার্ল হিসেবে পরিচিতি পান। নতুন ‘রঙিলা বেবি’ আইটেম গানেও মাহি তার চমক দেখালেন।

মাহি জানান, তার কাছে এখনো প্রচুর নতুন ছবির প্রস্তাব আসছে। কিন্তু গৎবাঁধা জোয়ারে নিজেকে ভাসাতে চান না তিনি। তাই হিসাব কষে পা ফেলতে চান।

ছবিতে অভিনয়ের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠানেও দেখা যায় এ নায়িকাকে। পাশাপাশি ওয়েব সিরিজে কাজ করার জন্য আগ্রহও প্রকাশ করেছেন মাহি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!