রাজবাড়ীর কালুখালীতে বৃহস্পতিবার বেলা ১১ টায় হিন্দু ধর্মাবালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে দরিদ্রদের মাঝে শারদীয় উপহার প্রদান করা হয়েছে।
উপজেলার শ্রী শ্রী রতনদিয়া বাজার সার্বজনীন দূর্গাপূজা মন্দির তরুণ যুব সমাজের উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণে অতিথি হিসেবে মন্দির কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজয় কুমার বসু, মন্দির কমিটি সাধারণ সম্পাদক অসীম কুমার নাথ, অজয় কুমার দত্ত, পরিমল সাহা, বাসুদেব দাস, তরুণ কুমার নাথ প্রমূখ বক্তব্য প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে শুভ্র কানন নন্দী, অবুঝ চক্রবর্তী, পিয়াস চক্রবর্তী, তুষার কুমার নাথ, পলাশ বিশ্বাস, পিযুশ বিশ্বাস, দ্বিপ্ত বিশ্বাস, তন্ময় কুমার নাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলার ৬০ টি অসহায় হিন্দু পরিবারের মাঝে আলতা, সিঁদুর, শাড়ী ও ধুতি-পাঞ্জাবী বিতরণ করা হয়।