॥রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম॥
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান দেওয়ান (৪০) ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
পারিবারিক সূত্রে জানাযায়, রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কিছুদিন আগে নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। পরে ডাক্তারি পরীক্ষায় টিবি ও মাত্রাতিরিক্ত ডায়বেটিস ধরা পড়ে।
সে উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামের মৃত রুহাল উদ্দিন দেওয়ান এর একমাত্র পুত্র।
তার বাবা প্রায় ১০ মাস পূর্বে এবং মাতা প্রায় ৪ মাস পূর্বে ইন্তেকাল করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার অবর্তমানে এক স্ত্রী, দুই বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বাদ আসর তার নিজ গ্রামে জানাযা নামাজ শেষে তোফাদিয়া মধ্যপাড়া কবরস্থানে সমাহিত করা হয়।