রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কমঃ
ইলিশ রক্ষা অভিযানের ৫ম দিনেও রাজবাড়ী জেলার বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনায় উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম এর তৎপরতা চোখে পড়ার মত।
গত ১৪ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে তিনি সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, ব্যানার টাঙানো, উপজেলা ইলিশ রক্ষা ট্রাস্কফোর্স কমিটির সদস্যদের সমন্বয়ে বিভিন্ন হাট বাজার ও পদ্মা নদীতে অভিযান অব্যাহত রেখেছেন।
এ ব্যপারে রবিবার সকালে তার সাথে কথা হলে তিনি জানান, সরকারী নির্দেশনা মোতাবেক ইলিশ রক্ষা অভিযান চলবে। সকলের সহযোগীতায় ইলিশ না ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। গত ৪ দিনে পদ্মায় কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায় নি। এছাড়াও কালুখালী উপজেলার বিভিন্ন হাট বাজারে ইলিশ বিক্রয় ও অবৈধ কারেন্ট জাল বিক্রি ও বরফকল চালু করতে দেখা যায় নি। নিবন্ধিত সকল জেলেদের মাঝে সরকারী প্রণোদনা বিতরণ অব্যাহত রয়েছে। আশা করি এবারের নিষেধাজ্ঞা কেটে গেলে ইলিশের উৎপাদন গতবারের থেকে অনেক বেশি হবে।