মাসুদ রেজা শিশির, পাংশা প্রতিনিধি ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেঢ বিপুল চন্দ্র দাস ১৭ (অক্টোবর) শনিবার সন্ধ্যয় উপজেলা হাবাসপুর ইউনিয়নের হাবাসপুরে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান করেন।
এ সময় মাঝ নদী থেকে মা ইলিশ শিকার করার কাজে ব্যবহ্রত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেন। অভিযানের সময় একটি নৌকাকে ধাওয়া দিলে নৌকার মাঝি ও জেলেরা নৌকা ফেলে রেখে পালিয়ে যায় এ সময় তাদের ফেলে যাওয়া নৌকা, জাল,২টি মুঠো ফোন ওই নৌকা থেকে উদ্ধার করা হয়। সেই সাথে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার শেষে খেয়াঘাট এলাকায় ওই ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধংষ করেন নির্বাহী ম্যাজিস্টেঢ বিপুল চন্দ্র দাস ।
একই সাথে জব্দকরা নৌকাটি স্থানীয় শাহজাহান সিরাজ নামের এক ব্যাক্তির নিকট জিম্মায় তার বাড়ীতে রেখে আসেন। বিকাল ৪ টা থেকে রাত ৯টা প্রর্যন্তু এ অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্টেঢ বিপুল চন্দ্র দাস। পাংশা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানের শুরুতে উপজেলা মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজ, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মাহবুব হোসেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে সহযোগীতা প্রদান করেছেন পাংশা মডেল থানার এসআই আব্দুল কাদের সঙ্গীয় পুলিশ দল।