Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

পাংশায় উপজেলা সমাজসেবা অফিসারের বদলী ঠেকাতে রহস্যজনক মানববন্ধন!

॥মাসুদ রেজা শিশির, পাংশা প্রতিনিধি ॥

রাজবাড়ীর পাংশা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলামরে আকস্মিক বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে ৩ টি সংগঠনের ব্যানারে মানববন্ধন করেছে। শনিবার (১৭ অক্টোবর) নাদুরিয়া যুব উন্নয়ন ক্লাব, এতিম প্রতিবন্ধী কল্যাণ ও সমাজ উন্নয়ন সংস্থা “রাধের পরান” ও আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল ডিস এ্যাবল্ড স্কুল এন্ড কলেজ এ মানববন্ধন’র আয়োজনে ছিল। পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়’র গেটের সামনে নামমাত্র এ মানববন্ধ কর্মসূচী পালিত হয়েছে। সমাজ সেবা অফিসার মোঃ জহিরুল ইসলামের বদলী উপজেলা চত্বরে রয়েছে নানা গুনজন। উপজেলা প্রশাসনের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন জহিরুল ইসলামের বাসায় নিয়মিত কয়েজজন নারীর যাতাযাত ছিল আমরা বিষয়টি জানতে পেরে তাকে সংশোধনের জন্য এবং সম্মান নিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য বিশেষ ভাবে বলেছিলাম। এ ঘটনার পর তার দপ্তর তাকে বদলী করেছে নিজের সম্মানের কথা না ভেবে তিনি কিছু মানুষকে উস্কানি দিয়ে এসব করায়ে নিজের ঢোল নিজে পেটাচ্ছেন।

মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন-আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল ডিসএ্যাবল্ড স্কুল এন্ড কলেজ এর শিক্ষক ও এতিম প্রতিবন্ধী কল্যাণ ও সমাজ উন্নয়ন সংস্থা “রাধের পরান”’র সভাপতি আল মামুন সিদ্দিকি, নাদুরিয়া যুব উন্নয়ন ক্লাব এর সভাপতি মোঃ মেহেদী হাসান মিলু।

বক্তারা বলেন- বর্তমানে আমাদের সংগঠনিক কার্যক্রম চালানো অসুবিধা হচ্ছে। আমরা রাজবাড়ী জেলা প্রশাসক ও রাজবাড়ী জেলা সমাজসেবা অফিসার বরাবর বদলীর আদেশ ৬ মাস পূর্নবিবেচনার জন্য লিখিত ভাবে স্বারক লিপি প্রদান করেছি। তারা আরো বলেন আমাদের পূর্বঘোষিত স্থানে আমাদেরকে মানববন্ধন করতে দেওয়া হয়নি। সংগঠকদের দাবী রাজবাড়ী জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচাল রুবায়েদ মোহাম্মদ ফেরদৌস এর ব্যক্তিগত আক্রোসের কারনেই পাংশা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম বদলী করা হয়েছে।

রাজবাড়ীর সমাজসেবা অফিসের উপ-পরিচাল রুবায়েদ মোহাম্মদ ফেরদৌস- বলেন বদলী আমাদের স্বাভাবিক পক্রিয়া স্বাভাবিক পক্রিয়াই বদলী হয়েছে এখানে মানব বন্ধন করার মত কিছু হয়েছে বলে আমার মনে হয় না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বলেন- আমি এখানে নতুন এসেছি সমাজ সেবা অফিসার’র বিষয় নিয়ে বেশ কয়েকজন আমাকে তার বিষয়টি জানিয়েছিল তবে তার দপ্তর তাকে বদলী করেছেন এটা সরকারী চাকুরীর স্বাভাবিক নিয়ম।

এদিকে একটি সুত্র জানিয়েছেন আহম্মদ আলী মেমরীয়াল প্রতিবন্ধী স্কুল এন্ড কলেজের নিবন্ধন পক্রিয়ার জন্য আর্থিক লেনদেন হওয়ার পর হটাৎ বদলীর ঘটনায় হতাশ হয়ে পড়েছেন তারা সেই সে কারনে এ এসব কর্মসূচী বলে জানাগেছে।

এ ব্যাপারে পাংশা উপজেলার সাবেক উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জহিরুল ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও তাকে ফোনে না পাওয়ায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!