অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
দেশের বিভিন্ন জায়গায় জোরালো দাবির মুখে আজ সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভায় আইন সংশোধনের প্রস্তাব পাশ হয়েছে।
এর আগে, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সংশোধনের লক্ষ্যে সকালে মন্ত্রিসভার বৈঠকে এ দাবি উপস্থাপন করা হয়। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখতে এ আইনটি মন্ত্রিসভায় তোলা হয়।
তারও আগে, রোববার (১১ অক্টোবর) এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আইনের খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।