নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
“মা ইলশ রক্ষা করি, মৎস্য উৎপাদন বৃদ্ধি করি”- প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২০ সফল করার জন্য পাংশা উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বেলা ১১ টায় পূর্ব শাহমীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সচেতনতা সভায় প্রায় ২০০ জন জেলে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: মোস্তারিনা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন।
এসময় তিনি অত্র এলাকায় মা ইলিশ সংরক্ষন ও প্রজনন মৌসুমে সরকারী নির্দেশনা মোতাবেক আগামী ১৪/১০/২০২০ তারিখ হইতে ০৪/১১/২০২০ তারিখ পর্যন্ত ২২ দিন মা ইলিশ না ধরার জন্য জেলে ও স্থানীদের নিষেধ করেন।
তিনি আরও বলেন, যদি কোন ব্যাক্তি সরকারী নির্দেশনা অমান্য করেন তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এর কুফল ও প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে বক্তব্য প্রদান করেন এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, জঙ্গীবাদসহ যে কোন অপরাধ সংঘটিত হলে তাৎক্ষনিক অফিসার ইনচার্জকে জানানোর জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে ইউপি সদস্য মোঃ মুকুল, শিক্ষক মোঃ আলী আসলাম, কমিউনিটি ক্লিনিকের ডাঃ মোঃ সাইফুল ইসলাম লিটন এছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ইউপি সদস্য সহ বিভিন্ন সূধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর থেকে ৪ অক্টোবর ২০২০ ইং পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়, বিক্রয়, বিনিময় বন্ধ থাকবে।