শাকিল খান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে নবাগত অফিসার ইনচার্জ হিসাবে মোহাম্মদ মাসুদুর রহমান যোগদান করেছেন। গত ৫ অক্টবর অপরাহ্নে তিনি নতুন অফিসার হিসাবে এ থানায় যোগদান করেন। এর পুর্বে তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত ছিলেন। এছারাও তিনি সাভার থানায় ইন্সপেক্টর তদন্ত,নারায়নগঞ্জ থানায় ডিবি ইন্সপেক্টর ও মিরপুর ডিএমপি মডেল থানায় সেকন্ডে অফিসার হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন । উল্লেখ্য তিনি ২০০৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি বলেন মাদক সন্ত্রাস এবং দালাল চক্র এ থানায় থাকবে না। সর্বপরি তিনি বাংলাদশরেে মধ্যে কালুখালী থানাকে মডলে থানা হিসাবে রুপদান করার অভিমত ব্যক্ত করেন।