Newsun24

Most Popular Newsportal

বিনোদন

চলচ্চিত্রে রাজবাড়ীর প্রিয়মনি

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:

গ্ল্যামার কন্যা আফরিন লাবণী। মিষ্টি পরিশীলিত ব্যবহার, শিক্ষা, রুচিবোধ আর নজর কাড়া গ্ল্যামারে এরইমধ্যে তিনি মুগ্ধতা ছড়িয়েছেন বিচারক, সাংবাদিক, সমালোচক আর সাধারণ মানুষের কাছে। সম্প্রতি চলচ্চিত্রে নাম লিখিয়ে আফরিন লাবণী থেকে হয়েছেন ‘প্রিয়মনি’। ‘ভালোবাসার প্রজাপতি’ নামের নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

তার স্বপ্ন ছিল শোবিজে কাজ করবেন। অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে। এরইমধ্যে ছবিটির শুটিংয়েও অংশ নিয়েছেন। এতে প্রিয়মনি চিত্রনায়ক শিপনের বিপরীতে অভিনয় করছেন। ‘ভালোবাসার প্রজাপতি’ ছবিটি পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিটির গল্প লিখেছেন রাজু আলীম, চিত্রনাট্য রচনা করেছেন খালিদ মাহবুব তুর্য। গত ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং।

 

তার দেশের বাড়ী রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়।

এই ছবিতে প্রিয়মনি-শিপন ছাড়া আরও অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি, অভিনেতা, প্রযোজক ও পরিচালক রাজু আলীম, লাক্স তারকা তানিন তানহা, ডিজে সোনিকা সহ আরও অনেকে।

এ প্রসঙ্গে নবাগত প্রিয়মনি বলেন, ‘ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল শোবিজে কাজ করব। চলচ্চিত্রের মাধ্যমে স্বপ্ন পূরণ হচ্ছে। অভিষেকেই ভালো একটি ছবিতে যুক্ত হতে পেরে ভালো লাগছে। রাজু আলীম ভাই ভালোবেসে চলচ্চিত্রে নাম দিয়েছেন প্রিয়মনি। অভিনয়ের মাধ্যমে সবার প্রিয়মনি হতে চাই। ছবিটি নিয়ে আশাবাদী।’

তিনি বলেন, ‘ছবিটির গল্প আমার অনেক ভালো লেগেছে। দর্শকদেরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ছবিটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ, এই ছবিতে নিজেদের প্রমাণ করার সুযোগ আছে। যে কোন ধরনের ভালো চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে আমি সব সময়ই প্রস্তুত।’

প্রিয়মনি বলেন, ‘ভিন্নধর্মী ভালো গল্পের নিরিক্ষাধর্মী ও চ্যালেঞ্জিং যে কোনো ধরনের চরিত্রে আমি অভিনয় করতে চাই। একই সঙ্গে বাণিজ্যিক ও গল্প নির্ভর সব ধরনের সিনেমাতেও আমি নিয়মিত অভিনয় করতে চাই। সব সময় দর্শকের চাহিদাকেই প্রাধান্য দিতে চাই। একটা নির্দিষ্ট গন্ডি বা ক্যাটাগরিতে আটকে থেকে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ কম তাই নিজেকে বারবার ভাঙতে আপত্তি নেই।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!