বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন এর সাথে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, সাংবাদিকতা হচ্ছে মহান পেশা। একটি রাষ্ট্র গঠনের ৫ম স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ভূমি অপরিহার্য। একটি সমাজকে বদলাতে হলে প্রথমে সাংবাদিকদের বদলাতে হবে। আর বদলাতে হলে বেশি বেশি বই, শিক্ষামূলক গ্রন্থ পড়তে হবে এবং বেশি বেশি জানতে হবে। আপনারা দায়িত্বশীল হিসেবে নিষ্ঠার সাথে কাজ করে যান। যে কোনো সমস্যায় যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন। সর্বশেষ ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এসময় সিনিয়র সাংবাদিক মুহাম্মদ ফজলুল হক, মোখলেছুর রহমান, শহিদুল ইসলাম, আজিজুল ইসলাম শাহ আজিজ, রাকিবুল ইসলাম, হাসমত আলী, কবির হোসেন, রুবেল হোসেন, কবির হোসেন, আবু সাঈদ ও মনির সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।