মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে কণ্যা শিশুদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন,র্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম,এ নাহার’র সভাপতিত্বে জাতীয় শিশু কন্যা দিবসে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস,বিশেষ অতিথি ছিলেন পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ শাহাদাত হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম নাসিম আকতার,পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ^াস,পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনা দাস, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী শ্যামল কুমার বিশ্বাসসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ।
র্যালী আলোচনা শেষে অতিথিরা বিজয়ী কণ্যা শিশুদের মধ্যে পুরস্কার বিতরন করেন।