Newsun24

Most Popular Newsportal

কৃষিবার্তা রাজবাড়ী

কালুখালীতে মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

॥রাকিবুল ইসলাম, নিউসান টয়েন্টিফোর ডট কম॥

বুধবার রাজবাড়ী জেলার কালুখালীতে মুজিববর্ষ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

মাছের উৎপাদন বৃদ্ধি, করোনা মোকাবেলায় আমিষের চাহিদা পূরণ ও জনগণের আর্থ সামাজিক উন্নয়নে মৎস্য অধিদপ্তরাধীন ২০২০-২১ আর্থিক সালে রাজস্ব খাতের আওতায় কালুখালী উপজেলার সরকারী খাস, প্রাতিষ্ঠানিক জলাশয় এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমিতে এ পোনামাছ অবমুক্ত করা হয়।

উপজেলার বোয়ালিয়া ইউপির নশরতশাহী রামচন্দ্রপুর আশ্রায়ন প্রকল্পের পুকুর, মাঠকালুখালী পানি উন্নয়ন বরোপীট জলাশয়, কালিকাপুর ইউনিয়ন পরিষদের পুকুর, রতনদিয়া ভূমি অফিসের পুকুর, রায়নগর পানি উন্নয়ন বরোপীট জলাশয় ও গোতমপুর দত্তবাড়ী কোলে সর্বমোট ৩৩৯ কেজি রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস সহ বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করা হয়।

দুপুর ১ টার দিকে প্রথমে উপজেলার বোয়ালিয়া ইউপির নশরতশাহী রামচন্দ্রপুর আশ্রায়ন প্রকল্পের পুকুরে পোনামাছ অবমুক্তকরণকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, ইউপি সদস্য আঃ করিম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, কালিকাপুর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!