২৭ সেপ্টেম্বর রাজবাড়ী জেলাধীন কালুখালীতে “নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে মিশ্রচাষ ব্যবস্থাপণা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ২০জন মৎস্য চাষীদের অংশগ্রহনে বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষ্যে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় গুলশা, টেংরা ও পাবদা মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীতে সম্প্রসারিত কর্মকর্তা হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু।
মহামারী করোনা মোকাবেলায় আমিষের চাহিদা পূরণে ছোট মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, মাছ চাষে বর্তমানে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছে। মুজিব বর্ষে মৎস্য অধিদপ্তর বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। আমরা এই মুজিববর্ষে বেশি বেশি মাছ চাষ করে মৎস্য খাতকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো।