কর্মসূচির মধ্যে রয়েছে- ২৭ সেপ্টেম্বর (রোববার) সকাল ১০টায় খুলনা রয়রাস্থ শ্রম পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।এদিন সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করে কোনো পাওনা পরিশোধের ঘোষণা না পাওয়া গেলে ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় মহসেন জুট মিলস শ্রমিক কলোনিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে অবরোধসহ আন্দোলনের ঘোষণা করা হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক কলোনিতে অনুষ্ঠিত জনসভায় এসব কর্মসূচি ঘোষণা করেন মিলের শ্রমিক নেতারা।
নগরের শিরোমনি শিল্প এলাকার ব্যক্তি মালিকানাধীন জুট মিলের শ্রমিকদের জনসভা পরিচালনা করেন ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সন্তান সাইফুল্লাহ তারেক।
এতে বক্তব্য রাখেন ব্যক্তিমালিকানাধিন পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও এ্যাজাক্স জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকলীগ নেতা ও ফেডারেশনেরসহ সাধারণ সম্পাদক লিয়াকত মুন্সি প্রমুখ