Newsun24

Most Popular Newsportal

করোনা ভাইরাস রাজবাড়ী

রাজবাড়ীতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়ালো

॥রাকিবুল ইসলাম, নিউসান টয়েন্টিফোর ডট কম॥

রাজবাড়ীতে জেলার নতুন করে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো তিন হাজার পাঁচজন।

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজবাড়ী সিভিল সার্জন অফিস মারফত জানা গেয়ে, গত শনিবার রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে করোনা উপসর্গ নিয়ে ৬৫ জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়। মঙ্গলবার প্রাপ্ত রিপোর্টে তাদের মধ্যে সাতজন পজিটিভ হয়।

সর্বমোট আক্রান্তের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ১৬০৯ জন, কালুখালী উপজেলায় ২১৬ জন, পাংশা উপজেলায় ৬৩২ জন, বালিয়াকান্দি উপজেলায় ৩০৩ জন ও গোয়ালন্দ উপজেলায় ২৪৫ জন।

নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার চারজন, পাংশা উপজেলার দুজন ও গোয়ালন্দ উপজেলায় একজন রয়েছে।

রাজবাড়ীতে পরীক্ষা বিবেচনায় শানাক্তের হার ১০.৭৭ শতাংশ। করোনা রোগীদের মধ্যে ২ হাজার ৬৬৬ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। এছাড়া ২৪ জন মৃত্যুবরণ করেছেন। ৩০১ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন। আর ১৪ জন রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!