Newsun24

Most Popular Newsportal

বিনোদন

বয়স ৪০, এখনো কেন বিয়ে করলেন না জানালেন পপি

অনলাইন ডেক্সঃ

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তার বয়স ৪০। এখনো বিয়ে করেননি এই নায়িকা। এতদিন বিয়ে না করার পিছনে কোন ‘গোপন’ কারণ রয়েছে বলে অনেকেই বলেন। এবার সেই তথ্যই ফাঁস করে দিলেন এই অভিনেত্রী।

পপি গণমাধ্যমকে বলেন, পরিবারের বাবা-মা ভাইবোন রয়েছে। কিন্তু এর বাইরেও নিজের জীবন বলে একটা কথা আছে। আমিও কাউকে নিয়ে জীবন শুরু করতে চাই। তবে মনের মতো মানুষ আর যোগ্য ব্যক্তি না পাওয়ার কারণে এখনো বিয়ে করা হয়ে ওঠেনি

পপি বলেন, ‘বিয়ে নিয়ে ভাবতে গেলে ভয় লাগে। বিয়ে না করেও এতবার আমাকে বিয়ে দেয়া হয়েছে, এসব শুনে খুবই বিরক্ত আমি। তা ছাড়া পরিচিত অনেককেই দেখেছি বিয়ের কিছুদিন পরই ডিভোর্স হয়ে গেছে। তাই সাহস পাই না।’

পপির সমসাময়িক নায়িকাদের সবাই বিবাহিত, স্বামী-সন্তান নিয়ে সংসার করছেন। তাঁদের কেউ কেউ আবার গোপনে বিয়ে করেছেন। পপির ক্ষেত্রেও কি সে রকম ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে?

পপি বলেন, ‘বিয়ে করা কোনো অপরাধ নয়, বিয়ে করা কোনো পাপ নয়। নতুন একটা জীবন শুরু করা। অনেককেই দেখেছি, এই শুভ কাজ গোপনে করছেন, মনে হয় তাঁরা যেন পাপ করছেন। এই শুরুটা গোপনে বা লুকিয়ে করার কোনো মানে হয় না। আমি বিয়ে করলে ঢাকঢোল পিটিয়েই করব। তবে সবার কাছে অনুরোধ, বিয়ের আগে আমাকে বিয়ে দেবেন না।’

বিয়ের জন্য এত সময় নিচ্ছেন কেন, জানতে চাইলে পপি বলেন, ‘প্রেমে ছ্যাঁকা খেয়েছি তেমনটা ভাববেন না। আমি কিছু মানুষকে বিশ্বাস করেছিলাম। তাঁরা সবাই বিশ্বাসের অমর্যাদা করেছে। একই মানুষ ১৪ জনকে একই টেক্সট পাঠায়!

কত বড় বিশ্বাসঘাতক, বলে বোঝাতে পারব না। জীবন শুরু করার জন্য জীবনসঙ্গীর প্রতি বিশ্বাস, আস্থা, কমিটমেন্ট লাগে। আমার সঙ্গে যাঁর জোড় লেখা আছে, তাঁকে পেলেই বিয়ে হবে, নয়তো হবে না।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!