Sakil Adnan:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার কালিকাপুর ইউপির সাবেক ছাত্রলীগের সভাপতি ও সাবেক আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রজব আলী বৃহস্পতিবার সকাল ৭ টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি………… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৪২ বছর।
বাদ আসর তার নিজ বাস ভবনে ডোবরা শরীফের পীরজাদা আলহাজ্ব মাওঃ মোঃ শাহ্ খালিদ বিন নাসির এর ইমামতিতে জানাযা নামাজ সম্পন্ন হয়। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করে। এ সংবাদে জানাযায় পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), খোন্দকার শফিকুল ইসলাম এছাড়াও আওয়ামীলীগ নেতা আকমল হোসেন বাচ্চু, সাবেক চেয়ারম্যান মামুন খান, খোন্দকার আনিসুল হক বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।