শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
মঙ্গলবার রাজবাড়ীর কালুখালীতে ইপিআই টিকাদান কর্মসূচীর রোগ নিরক্ষণ ওরেয়িন্টেশন কর্মশালার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১২ টায় এ উপলক্ষ্যে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীদের অংশগ্রহণে ইপিআই টিকাদান সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মো. ইব্রাহিম টিটন। বিশেষ অতিথি হিসেবে এসআইএমও ডাঃ মোঃ মোর্শেদুল ইসলাম আলম খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।