॥কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি॥
সোমবার রাজবাড়ীর কালুখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়েছে।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর সুযোগ্য পুত্র জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল এর পক্ষ থেকে এ স্বাস্থ্য সামগ্রী কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল এর নিকট হস্তান্তর করা হয়।
বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্বাস্থ্য সামগ্রী প্রদানকালে পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, কালুখালী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, যুবলীগ নেতা মাহমুদুল হাসান সুমন, ছাত্রলীগ নেতা শেখ মোহাম্মদ রিপন, মোঃ সাগর মন্ডল সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য মেডিকেল অফিসার ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য সামগ্রীর মধ্যে ছিলো পিপিই, কেএন ৯৫ মাস্ক, সার্জিকাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ফেসশীল্ড, হ্যান্ড গ্লাভস ও ঔষুধ।
উল্লেখ্য, এমপিপুত্র আশিক মাহমুদ মিতুল করোনার শুরু থেকেই পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির মানুষের পাশে রয়েছেন। সকল মানুষকে সহযোগীতা করছেন। এছাড়াও তিনি নিয়মিত এই ৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য উপকরণ প্রদান করে আসছেন।