Newsun24

Most Popular Newsportal

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে তীব্র যানজট

মানিকগঞ্জ প্রতিনিধি:

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিক ফেরি চলাচল ব্যহত হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঘাট এলাকায় এ যানজট দেখা গেছে।

এর ফলে দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়ের চরের ডাঙ্গা পর্যন্ত ৩ কিলোমিটার ও আরিচা-ঢাকা মহাসড়কের উথলীর মোর পর্যন্ত আরও ৩ কিলোমিটার ছড়িয়ে পড়েছে। এতে ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় আসা বাস, কোচ ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নদীতে নব্যতা সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে গত কয়েকদিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাটুরিয়া-দৌলতদিয়া দিয়ে পারাপার হওয়ায় এই ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও এই নৌরুটে চলাচলরত ১৯টি ফেরি মধ্যে ৪টি ফেরি বিকল হয়ে মেরামতের জন্য মধুমতিতে পড়ে থাকায় ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে। এ কারণে এই নৌরুটেও ফেরি স্বল্পতা দেখা দিয়েছে।

ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা খুলনাগামী বাস চালক রহিম জানান, গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পটুরিয়া ঘাটে আসেন তিনি। কিন্তু ঘাটে যানজটের কারণে শনিবার সকাল ৮টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি তিনি। এরকম অনেক যানবাহন ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় পড়ে রয়েছে।

এ ব্যাপারে আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌরুটে নাব্যতা সংকট ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!