রাজবাড়ী জেলাধীন কালুখালীতে সালেহা সামাদ হাসাপাতাল এর আয়োজনে সেভ দি হাঙ্গরী (সাথী)’র সার্বিক তত্বাবধানে এবং আরএম ডিএস বাংলাদেশ এর সহযোগীতায় বন্যা পরবর্তী স্বাস্থ্য সেবা সুরক্ষায় ফ্রি রোগী দেখা ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
করোনার এই মহামারীর সময়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যউজ্জল ও সুস্থ্য জীবন গড়ার প্রতিশ্রুতিতে বন্যা পরবর্তী স্বাস্থ্য সেবার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
গতকাল সকাল ১০ টায় কালুখালী থানা সংলগ্ন সালেহা সামাদ হাসপাতালে এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন কালুখালী থানা ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি। এসময় ডাঃ এসএম আবু হুসাইন কমনওয়েলথ এ্যাওয়ার্ড বিজয়ী প্রেপাইটার সালেহা সামাদ হাসপাতাল ও নির্বাহী পরিচালক সেভ দি হাঙ্গরী (সাথী) রাজবাড়ী শুভেচ্ছা বক্তব্যে করোনা ও বন্যা পরবর্তী সময়ে অসহায় মানুষের পাশে দাড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বর্তমান বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া, আমাশয়, পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নানা জটিলতায় ভোগে। এর থেকে পরিত্রানের জন্য উপস্থিত সকলকে সতর্ক থাকার দিক নির্দেশনা প্রদান করেন।
অন্যান্যের মধ্যে রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, রেসকিউ মিশন ডেভেলপমন্ট সোসাইটির প্রতিনিধি মকিম উদ্দিন খান ও মোঃ মহিদুল ইসলাম সহ অন্যান্য ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রতনদিয়া ইউপির চরাঞ্চলের মানুষের মাঝে দিনব্যাপী চিকিৎসা সেবা, ঔষুধ, মাস্ক, ও শুকনা খাবার বিতরণ করা হয়।