মাসুদ রেজা শিশির ॥ দিনাজপুর জেলার ঘোড়ারঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় সারাদেশে ইউএনওদের নিরাপত্তা জোরধার করেছে প্রশাসন।
তারই ধারাবাহিকতায় রবিবার রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে ৪ জন সশস্ত্র আনছার মোতায়েন করা হয়েছে। জানাগেছে উপজেলা নির্বাহী অফিসারের বাসবভন ও নির্বাহী অফিসারের কার্যালয় সুরক্ষিত রাখতেই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছেন। কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত হলে সকল কাজে গতি ফিরবে বলে পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস মনে করেন।
এ সময় তিনি বলেন দেশের মানুষ ঘোড়ারঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে ইউএনওদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন।