রাজবাড়ী প্রতিনিধি, নিউসান টয়েন্টিফোর ডট কম:
ছোট বেলা থেকেই অসহায় হতদরিদ্র শিশুদের জন্য দুই বন্ধুরই ছিল অধেল ভালোবাসা ! কিন্তু দুজনের পরিচয় না থাকায় একা কেউই পারেনি অসহায়দের পাসে দাড়াতে।
একা এই অসাধ্য সাধন করা সম্ভব ও ছিল না শাহরিয়ার তাসনিম জানায় , ২০১৮ তে স্বপ্নার সাথে আমার পরিচয় হওয়ার পর আমার সেই সপ্নের সাফল্য পাই।মূলত তারপর থেকেই নিয়মিত কাজ করছি। প্রায় ১০০ অসহায় শিশুর পাসে দারাতে সক্ষম হয়েছি আমরা দুই বন্ধু ।
পরিবারের সহযোগিতাতেই আমি আজ এতদূর পর্যন্ত এসেছি।আমার মা তিনি খুব ছোট বেলা থেকেই আমাকে এই কাজের জন্য প্রবল ভাবে উৎসাহিত করেছেন।আমার বাবাও আমাকে সাপোর্ট করতেন।সবকিছু মিলে পরিবারের সহযোগিতাই সর্বোচ্চ ছিল বলে আমি মনে করি। তাসনিম জানান, অসহায়দের কাজ করতে গিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি আল্লাহর রহমতে।
বর্তমানে স্বপ্না রহমান ও তার বন্ধু শাহরিয়ার তাসনিম অত্যন্ত সৎ ও নিষ্টার সাথে কাজ করে যাচ্ছে তাদের এই কাজে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম শুভেচ্ছা জানিয়েছেন আল্লাহ চাইলে সারা বাংলা জুরে তাদের মতো ছোট উদ্যেক্তা হবে । সারাজীবন এভাবেই পাশে থাকবেন।