Newsun24

Most Popular Newsportal

আন্তর্জাতিক করোনা ভাইরাস

বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৮ লাখ ৬৭ হাজার ৩৪৭ জন

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬১ লাখ ছাড়িয়েছে। এ অদৃশ্য ভাইরাসে মৃত্যু হয়েছে ৮ লাখ ৬৭ হাজারের বেশি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, ৩ সেপ্টেম্বর সকাল পর্যন্ত বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৬৭ হাজার ৩৪৭ জনে।

ওয়ার্ল্ডওমিটারস থেকে আরো জানা যায়, এই পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৬০৩। এর মধ্যে ৮ লাখ ৬৭ হাজার ৩৪৭ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ৩০৫ জন।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৯০ হাজার ৭৩৭ জন। মৃত্যু হয়েছে এক লাখ ৮৯ হাজার ৯৬৪ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ১ হাজার ৪২২ জন। এর মধ্যে এক লাখ ২৩ হাজার ৮৯৯ জনের মৃত্যু হয়েছে।

ভারতে আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৪৮ হাজার ৯৬৮ জন। এর মধ্যে ৬৭ হাজার ৪৮৬ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে এই রিপোর্ট লেখা পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন এবং মারা গেছেন ৪ হাজার ৩৫১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। চীনে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৭৭ জন। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!