॥রাকিবুল ইসলাম, নিউসান টয়েন্টিফোর ডট॥
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মোঃ আব্দুল্লাহ্ আল মামুন যোগদান করেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) পূর্বাহ্নে কালুখালীতে যোগদানের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন সহ উপজেলায় কর্মরত বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
তিনি ৩৩তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। যোগদানের পূর্বে তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে তিনি একই জেলার কালুখালী উপজেলাতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন।
বুধবার সন্ধ্যায় মোবাইল ফোনে তার সাথে কথা হলে তিনি জানান, উপজেলার সকল উন্নয়নমূলক কাজের জন্য এই উপজেলার সকল মানুষের সহযোগীতা চাই। আশা করি আপনারা সকলে আমাকে সহযোগীতা করবেন।