পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥
রাজবাড়ীর পাংশা পৌর শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন পাংশায় সদ্য যোগদান কারী উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বিদ্যালয়ে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস। এ সময় পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিময় করেন একই সাথে শুধু জিপিএ ৫ নয় ভাল শিক্ষার্থী তথা ভাল মানুষ সৃষ্টিতে শিক্ষকদের আহবান জানান। তিনি বলেন বিনয়ের সাথে ঐক্যবন্ধ ভাবে সকল শিক্ষক তার নিজ নিজ দায়িত্ব পালন করলে অবশ্যই ভাল ফলাফল অর্জন করা সম্ভব। পরে বিদ্যালয় প্রাঙ্গন ঘুরে দেখেন সেই সাথে কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।
প্রধান শিক্ষক সান্তনা দাস,সহকারী প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমানসহ সকল শিক্ষক কর্মচারীগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস ওই বিদ্যালয়ে একটি ওয়াস পাম্প দেওয়ার ঘোষনা দিয়েছেন।