জার্মানিতে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত মুস্তফা আদিব দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতাদের সমর্থন পান তিনি।
ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এবং সৌদি আরবের সমর্থন পাওয়া সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির দলসহ ছোট ছোট দলের বেশ কয়েকটি জোটই তাকে সমর্থন দেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েই এই কূটনীতিক বলেছেন, কথার ফুলঝরি আর প্রতিশ্রুতি দেয়ার মতো সময় আর নেই।
গত ৪ আগস্ট দেশটির রাজধানী বৈরুত বন্দরে রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রায় দুই শতাধিক মানুষের মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লেবানন।
গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন মাত্র এক বছর আগে দায়িত্ব নেয়া প্রধানমন্ত্রী হাসান দিয়াব সরকার।