রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
আজ সোমবার (৩১ আগস্ট) রাজবাড়ী জেলার কালুখালী থানার পক্ষ থেকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা করোনা রোগীদের খাবার সরবরাহ করার জন্য টিফিন বক্স প্রদান করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) এর সার্বিক তত্বাবধানে কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান এর পক্ষ থেকে ১০ টি টিফিন বক্স প্রদান করেন।
এসময় অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মোহাম্মদ আবু জালাল এর নিকট এ টিফিন বক্স হস্তান্তর করেন।
উল্লেখ্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।