শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার লাড়ীবাড়ী বাজারের বিকাশ এজেন্টের মালিক মোঃ মনির উদ্দিন বিশ্বাসের কাছ থেকে টাকা, মোবাইল ও ক্যামেরা সহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।
লাড়ীবাড়ী বাজারের মোবাইল ফোন, বিকাশ, ফেক্সিলোড ও ফটোকপির দোকান “জননী টেলিকম সেন্টার” এর প্রোপাইটার মৃগী ইউনিয়নের আখরজানী বিশ্বাসপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আব্দুল
গফুর বিশ্বাস এর পুত্র মোঃ মনির উদ্দিন বিশ্বাস।
ঘটনার বিবরণে গতকাল সোমবার তিনি জানান, গত শুক্রবার রাত ৮ টার দিকে দোকান বন্ধ করে বাড়ী ফিরছিলাম। বাজার থেকে কিছুদূর আসার পর মেররা কালীবাড়ী নামক স্থানে আসলে পিছন থেকে মুখোষধারী ৩/৪ জন লোক আমার গতিরোধ করে। পরে পিছন থেকে একজন লোক লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। এসময় আমি চিৎকার করলে আবারও আমার মুখে ও শরীরে লাঠি দিয়ে আঘাত করে। এসময় আমার হাতে ১ লাখ ৭০ হাজার টাকা, ৪ টি বাটন মোবাইল ফোন, ১ টি অপো মোবাইল ফোন, ১ টি ক্যামেরা সহ অন্যান্য
মালামাল ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়। তাদের সকলের মুখ গামছা দিয়ে ঢাকা ছিলো। আমি কাউকে চিনতে পারিনি। আমার আত্ম চিৎকারে পরে স্থানীয়রা ও মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ, ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী এসে আমাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি ডায়রি করেছি।
মামলার ব্যাপারে মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর আবুল কালাম গতকাল সাংবাদিকদের বলেন, আমরা অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি। আশা করি অতিদ্রুত আসামীদের আটক করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।