Newsun24

Most Popular Newsportal

রাজনীতি

পাবনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেলেন নুরুজ্জামান বিশ্বাস

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ‍নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তিনি ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ রবিবার বিকেল ৪টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। দলীয় সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লী‌গের দপ্তর সম্পাদক ব‌্যা‌রিস্টার বিপ্লব বড়ুয় জানিয়েছেন, আজ‌কের ম‌তো সভা শেষ। বাকি আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য দলীয় সভানেত্রীকে সভার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সভানেত্রী সিদ্ধান্ত দেওয়ার পর তা জানানো হবে।

আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপ-নির্বাচন। গত ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!