আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট্য ব্যবসায় আশিক মাহমুদ মিতুল এর করোনামুক্তির জন্য রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার রতনদিয়া ইউপির গঙ্গানন্দপুর বৃদ্ধ সেবা কেন্দ্রে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আব্দুল লতিফ মোল্লার পরিচালনায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সুযোগ্য পুত্র রাজবাড়ী জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুলের করোনা মুক্তির জন্য অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বৃদ্ধ সেবা কেন্দ্রের মোঃ সাকেন মন্ডল, কিতাব উদ্দিন, মহন মন্ডল, আঃ গনি মন্ডল, আহম্মাদ আলি, কুরবান শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাদ জোহর মিলাদ মাহফিল শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সালাউদ্দিন, মোনাজাত শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।