Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী স্বাস্থ্য

রাজবাড়ীর নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:

করোনা মহামারির মধ্যে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনকে রাজবাড়ীর নতুন সিভিল সার্জন হিসেবে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী ৭ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় অষ্টম কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি মর্মে গণ্য হবেন।

সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানা যায়, নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনকে রাজবাড়ীর সিভিল সার্জন ও রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলামকে নরসিংদীর সিভিল সার্জন হিসেবে বদলি ও পদায়ন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একইসঙ্গে ৮ জেলার সিভিল সার্জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের সিভিল সার্জন পদমর্যাদার উপ-পরিচালক (সিডিসি) ডা. ফারুক আহমেদকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্সেস অ্যান্ড হাসপাতালের উপ-পরিচালক পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

জানা গেছে, রাজবাড়ীর নবাগত সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন ২৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে উত্তির্ণ হন এবং সবশেষ নরসিংদীর সিভিল সার্জন হিসেবে যোগদান করেন ২০২০ সালের ১২ জানুয়ারিতে।

এদিকে রাজবাড়ীর বিদায়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি রাজবাড়ীতে যোগদান করেন। বর্তমানে বদলিজনিত কারণে তার নতুন কর্মস্থল নরসিংদী।

নবাগত সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, হঠাৎ করেই তার বদলির আদেশ পেয়েছেন এবং ৭ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে। সেই আদেশ মেনেই তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে রাজবাড়ীতে যোগদান করবেন। তবে সাবেক কর্মস্থলের কাজ বুঝিয়ে দিতে হয়ত কয়েকদিন সময় লাগবে। এছাড়া যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য রাজবাড়ীবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!