মাসুদ রেজা শিশির, নিউসান টয়েন্টিফোর ডট কম ॥
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র পুত্র জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল’র আশু রোগ মুক্তি কামনায় পাংশা পৌর শহরের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন জাফরিন ফাউন্ডেশন।
জাফরিন এন্টার প্রাইজের সত্বাধীকারী সাবেক ছাত্র নেতা মোঃ মনোয়ার হোসেন জনি নিজেও করোনায় আক্রান্ত । তিনি হোম আইসোলেশনে থেকেই এ উদ্দ্যোগ গ্রহণ করেছেন। পৌর শহরের সকল সমজিদে ভ্যান ও গাড়ী যোগে মিষ্টান্ত পাঠিয়ে ঘরে বসে মোবাইলে খোজ খরব নিয়েছেন সেই সাথে ঘরে বসে দোয়া করেছেন। আশিক মাহমুদ মিতুলের সুস্থতা কামনায় বিশেষ এই দোয়ার আয়োজন করেন সাবেক ছাত্রনেতা মোঃ মনোয়ার হোসেন জনি।
মুঠোফোনে মনোয়ার হোসেন জনি বলেন ভাইয়ের জন্য আমি ছাড়াও পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো,পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ^াস, সাবেক মেয়র মোঃ ওয়াজেদ আলী মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ^াস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোন্দকার তাজবীর হাসান সিসিল, পাংশা উপজেলা পুজা পরিষদসহ বিভিন্ন এলাকায় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন আমি সকলকে ধন্যবাদ জাানাই ।
তিনি আরো বলেন করোনার শুরু থেকেই আমার প্রিয় নেতা বড় ভাই রাজবাড়ী জেলা আ.লীগের অন্যতম সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল করোনায় আক্রান্ত পরিবারের পাশে দাড়িয়েছেন একই সাথে করোনা কালীন সময়ে ব্যাপক পরিমান ত্রাণ বিতরণ করেছেন নিজে উপস্থিত থেকে। আজ সেই মানবতার ফেরীওয়ালা খ্যাত মানুষটি করোনায় আক্রান্ত হয়েছেন আমি তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে দ্রুত সময়ের মধ্যে সুস্থ করে দেন এই জন্যই আজ হোম আইসোলেশনে থেকেও ভাইয়ের জন্য বিশেষ এই দোয়া মোনাজাতের ব্যবস্থা করেছি। প্রসঙ্গত ১৮ আগষ্ঠ করোনায় আক্রান্ত হয় আশিক মাহমুদ মিতুল তার আগেই আক্রান্ত হয়েছেন মনোয়ার হোসেন জনি তবে বর্তমানে তারা সুস্থ রয়েছেন বলে জানাগেছে।