রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর সুযোগ্য পুত্র জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ট্য ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল।
রাজবাড়ী সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য থেকে জানাযায়, মঙ্গলবার আরটি পিসিআর র্যাব টেষ্টের প্রাপ্ত রিপোর্টে তিনি করোনা পজেটিভ হয়েছেন।
তিনি করোনার সংক্রমনের শুরু থেকেই পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির সাধারণ মানুষের সাথে ছিলেন। নিজস্ব অর্থায়নে সকল সাধারণ মানুষকে সহেযোগীতা করেছেন।
বিশেষ করে এই ৩টি উপজেলায় কেউ করোনা আক্রান্ত হলে তিনি তার পাশে এসে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। ত্রাণ বিতরণের জন্য ছুটে চলেছেন শহর থেকে গ্রামে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে এবং তিনি গিয়েছেন বৃহত্তর চরাঞ্চলে।
এছাড়াও পাংশা, কালুখালী ও বালিয়কান্দিতে যে সকল ডাক্তার, নার্স করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে তাদেরকে সহ রোগীদের করোনা প্রতিরোধক ঔষুধ ও সরঞ্জাম প্রদান করেছেন।
করোনার শুরু থেকেই দীর্ঘ ৫ মাস নিজ এলাকাতে থেকে মানুষের সেবা করতে গিয়ে তিনি নিজেই আজ করোনা আক্রান্তের সংবাদ পেয়ে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ তার দ্রুত রোগমুক্তি কামনা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।