নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
নভেল করোনা ভাইরাসের তান্ডবে বন্ধ হয়ে যাওয়া রাজশাহী-গোবরা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ ১৪৫ দিন পর ১৬ আগস্ট রবিবার পুনরায় চালু হয়েছে ।
সরকারী নির্দেশনা মোতাবেক এখন থেকে নিয়মিত ভাবে পূর্বের সময় সূচী অনুযায়ী কালুখালী স্টেশন থেকে ডাউন ৭৮৩ নং ট্রেন সকাল ৯ টা ৩০ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আপ ৭৮৪ নং ট্রেন সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে গোপালগঞ্জের গোবরা অভিমূখে কালুখালী স্টেশন থেকে ছেড়ে যাবে
এ ব্যাপারে রবিবার সন্ধ্যায় কালুখালী স্টেশনে অবস্থান করাকালীন সময়ে ট্রেনের পরিচালক মোঃ আসলাম হোসেন এর সাথে কথা হলে তিনি জানান, সরকারী সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে যাত্রী সাধারণ ট্রেনে যাতায়াত করবে। মাস্ক ছাড়া কোনো যাত্রী ট্রেনে যাতায়াত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রী সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় ট্রেনের টিকেট অনলাইনে বিক্রয় করা হচ্ছে। আমরা সকলকে স্বাস্থ্য বিধি মেনে ট্রেন ভ্রমণের জন্য অনুরোধ করছি।
কালুখালী স্টেশন মাস্টার জয়ব্রত সাহার সাথে কথা হলে তিনি জানান, সরকারী নির্দেশনা মোতাবেক এখন থেকে নিয়মিতভাবে পূর্বের সময়সূচী অনুযায়ী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি পূর্বের ন্যায় চলাচল করবে।