অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শনিবার এই ঘোষণা দেন ভারতকে ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ উপহার দেওয়া এই অধিনায়ক।
কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, আদৌ ফিরবেন কিনা, ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছে ভক্তরা। নানা জল্পনা, আলোচনা হলেও নিজের অবসর নিয়ে ধোনি কখনো মুখ খোলেননি।
অবসর প্রসঙ্গে সদা নীরব থাকা ধোনি এবার মুখ খুললেন। যাতে থাকল সরে যাওয়ার ঘোষণা।