নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনে পালন করেছে শেখ রাসেল ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন।
দিবসের শুরুতে সংগঠনের আহবায়ক এনামুল হক সেতুর নেতৃত্বে সকালে বিশাল একটি শোক র্যালী বের হয়। র্যালীটি উপজেলা শহরের চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে গিয়ে পুষ্পস্তবক অর্পন করে।
পরে বৃক্ষরোপন কর্মসূচী, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, জাতির পিতা সহ ১৫ আগস্টে শাহাদত বরণ করা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত হয়।
এসকল কর্মসূচীতে সংগঠনের আহবায়ক এনামুল হক সেতু, রাজিব সরকার, মৃত্যুঞ্জয় হালদার, তুরান, রাজিব হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।