Newsun24

Most Popular Newsportal

জাতীয় বরিশাল-বিভাগ সারাদেশ

এএসআইকে থাপ্পড়: সেই ওসি প্রত্যাহার

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:

পুলিশের হাতে গ্রেপ্তার চলচ্চিত্র নির্মাতা সিফাতের মুক্তির দাবিতে করা মানববন্ধনে লাঠিচার্জ ও এক এএসআইকে চড় মারায় বরগুনার বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এর আগে, এ ঘটনার তদন্তে বরগুনার এসপির নির্দেশে এডিশনাল এসপি মো. মফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তদন্ত কমিটির প্রধান এডিশনাল এসপি মো. মফিজুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়েছে। দুই-একদিনের মধ্যে ঘটনার সত্যতা জানা যাবে।

পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন শাহেদুল ইসলাম সিফাত। তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের ছাত্র।

এদিকে গত শনিবার তার মুক্তির দাবিতে তার গ্রামের বাড়ি বরগুনার বামনায় মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা। কিন্তু শান্তিপূর্ণভাবে মানববন্ধন চললেও প্রথমে মানববন্ধনকারীদের হাতে থাকা ব্যানার-পোস্টার ছিনিয়ে নেয় পুলিশ। এরপর বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদার মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!