গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি, নিউসান টয়েন্টিফোর ডটকম:
রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরের পানিতে ভেসে থাকা এক যুবতী যৌনকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত কোনো দুর্বৃত্ত তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা হচ্ছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন সাত্তার ফকিরের পুকুর থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম শাহানাজ আক্তার ওরফে টুনি। সে ওই পল্লীর বাড়িওয়ালী আলেয়া বেগমের ভাড়াটিয়া যৌনকর্মী ছিলেন।
মৃত শাহানাজ নওগাঁ শহরের রেলকলোনী এলাকার আব্দুল কালাম মিয়ার মেয়ে।
এলাকাবাসীর ধারণা, গত মঙ্গলবার রাতে অজ্ঞাত কোনো দুর্বৃত্ত তাঁকে শ্বাসরোধে হত্যা নিশ্চিত করে পুকুরের পানিতে লাশ ফেলে পালিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, পুকুরের পানিতে ভেসে থাকা যৌনকর্মী শাহানাজের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর তা জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলে জানান তিনি।