নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাবাসীদের পরিচালিত ফেসবুক গ্রুপ ‘কালুখালী হেল্পলাইন’ এর উদ্যোগে বর্নাত্য ও প্রতিবেশীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
শুক্রবার বিকেলে কালুখালী উপজেলার হিরু মোল্লার ঘাট হতে রতনদিয়া ইউপির মাধবপুর, লস্করদিয়া, হরিণবাড়ীয়া, হরিণাডাঙ্গা সহ বানভাসীদের মাঝে এ ঈদ উপহার বাড়ী বাড়ী গিয়ে পৌছে দেওয়া হয়।
এ উপহার বিতরণকালে গ্রুপের এডমিন মোখলেছুর রহমান, বাঁধন হোসাইন, টুটুল আহসান তুরান, রাকিব আল হাসান, জাবিউল্লাহ খান জাবের, শাকিল আদনান, সেলিম রেজা এছাড়াও রাজিব হোসেন, আমিরুল ইসলাম, রুবেল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও কালুখালী হেল্পলাইন গ্রুপের এডমিন, মডারেটর ও সদস্যদের নিকট তাদের প্রতিবেশীদের মাঝে বিতরণের জন্য পৌছে দেওয়া হয়।
উক্ত উপহার সামগ্রীর অর্থ যোগান দেন গ্রুপের এডমিন প্যানেলের সদস্যরা এছাড়াও প্রবাসী ও চাকুরীজীবিরা।