Newsun24

Most Popular Newsportal

জাতীয়

ঈদের দিন ও পরের দিন চলবে না কোনও ট্রেন!

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:

এবার ঈদে চলবে না বিশেষ কোনও ট্রেন। প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবের কারণে মূলত নতুন এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় আরও বলা হয়, ঈদে কোনো বিশেষ ট্রেন চলবে না। ঈদের দিন ও ঈদের পরের দিন (১ ও ২ আগস্ট) সব আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বর্তমানে যেসব ট্রেন চলাচল করছে তা অব্যাহত থাকবে। ঈদের আগে ও পরে সব ট্রেনের অফ-ডে বলবৎ থাকবে।

এদিকে ৩১ জুলাই আন্তঃনগর কালনী এক্সপ্রেস, আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস, আন্তঃনগর বনলতা এক্সপ্রেস এবং আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ-ডে থাকা সত্ত্বেও চলাচল করবে। ওই দিন আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস চলবে না।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!