অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
গত কয়েকদিন ধরে তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
ফেরি পারাপারে দ্বিগুনের বেশি সময় লাগছে। পাটুরিয়া ঘাট পারে অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ছোট বড় ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজ চলছে। তবে, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলতে স্বাভাবিক সময়ের চাইতে অতিরিক্ত সময় লাগছে। এতে করে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। যে কারণে ঘাটে বাসের চাপ না থাকলেও আকটে রয়েছে পণ্যবাহী ট্রাক।