Newsun24

Most Popular Newsportal

করোনা ভাইরাস বিনোদন

করোনায় আক্রান্ত হলেন চিত্রনায়িকা পপি

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পপি। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর তিনদিন আগে করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজিটিভ আসে বলে পপির পারিবারিক সুত্র জানিয়েছে।

নায়িকা পপি এখন খুলনা খালিশপুরে তার নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পপির পারিবার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে পরিবার জানায়, বর্তমানে পপির জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে।

এদিকে আগামি সপ্তাহে পপি দ্বিতীয়বার করোনা টেস্ট করাবেন বলে জানা গেছে।

বাংলাদেশে করোনা দুর্যোগের আগে পপি বেড়াতে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। লকডাউনে সেখানে আটকা পড়েন তিনি। নিজের সামর্থের মধ্যে কয়েক দফায় খালিশপুর ও পাশ্ববর্তী এলাকায় অসচ্ছল মানুষদের ত্রাণ বিতরণ করেন।

পপির পরিবার আরও জানায়, পপি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। এখনও হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না। করোনা মুক্ত হয়ে আবার যেন মানুষের পাশে থাকতে পারে এবং কাজে ফিরতে পারেন এজন্য পপি দেশাবাসীর কাছে দোয়াও চেয়েছেন নায়িকার পরিবার।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!