অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস রোধে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান। শিক্ষা-প্রতিষ্ঠানের ছুটি শেষ হবে আগামী ৬ আগস্ট। তবে এবার জানা গেছে এ ছুটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাড়বে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেবো।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ২ মন্ত্রণালয় বৈঠক করা হবে। এই বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটি শেষ হতে এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে। ছুটি শেষ হওয়ার আগেই আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা বা কবে নাগাদ খোলা যাবে সে সিদ্ধান্ত নেওয়া হবে।