Newsun24

Most Popular Newsportal

মতামত রাজবাড়ী শিক্ষাঙ্গন

প্রাথমিকে প্যানেলের জন্য সুপারিশ করলেন কাজী কেরামত আলী এমপি

ডেস্ক রিপোর্ট, নিউসান টয়েন্টিফোর ডটকম:

প্রাথমিকে প্যানেলের জন্য সুপারিশ করলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য, (রাজবাড়ী-১) ও সদস্য, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আলহাজ্ব কাজী কেরামত আলী।

 

তিনি আজ বৃহস্পতিবার তার প্যাডে সিনিয়র সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর এ সুপারিশ করেন।

এর আগে রাজবাড়ী জেলার প্যানেল প্রত্যাশী কমিটির নেতাকর্মীবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এসময় প্যানেল প্রত্যাশী কমিটির রাজবাড়ী জেলা শাখার সভাপতি মৃত্যুঞ্জয় হালদার, সাধারণ সম্পাদক পলাশ মন্ডল, আমজাদ হোসেন, অহিদুজ্জামান, শামিমুজ্জামান সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ এ চূড়ান্ত ভাবে নির্বাচিত ১৮,১৪৭ জন শিক্ষককে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় গুলোতে পদায়ন করা হয়। তারপরও শিক্ষক সংকট দূর হচ্ছে না। করোনা পরবর্তী শিক্ষার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য, শিক্ষক সংকট দূরীকরণ এবং শিক্ষার গতি ত্বরান্বিত করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। সম্প্রতি লক্ষাধিক পদে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এই শূন্যপদ গুলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করা বেশ সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য ব্যাপার। দেখা যাচ্ছে একটি নিয়োগ প্রক্রিয়া শেষ করার পরও পূর্বের চাইতে বেশি শূণ্যপদ থেকে যাচ্ছে। যার কারণে শিক্ষক সংকট দূর হচ্ছে না ।

 

চলমান এই শিক্ষক সংকট দূর করতে মাননীয় সাংসদ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ এ চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত না হওয়া ৩৭ হাজার পরীক্ষার্থীদের প্যানেলে নিয়োগ দানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!