Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি করোনায় আক্রান্ত

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মাদ জহুরুল হক করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।

অ্যাডভোকেট খান মোহাম্মাদ জহুরুল হক চ্যানেল আই ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি। এছাড়াও তিনি দৈনিক রাজবাড়ী কণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী জেলা বারের আইনজীবী।

সিভিল সার্জন বলেন, খান মোহাম্মাদ জহুরুল হক ১৯ জুলাই নমুনা দেন। বুধবার তার রিপোর্ট পজিটিভ এসেছে। রাজবাড়ীতে আরো নতুন ৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৭৩। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২৯ জন।

অ্যাডভোকেট খান মোহাম্মাদ জহুরুল হক বলেন, আমি সুস্থ আছি। বর্তমানে নিজ বাড়িতেই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করব। আমার জন্য সবাই দোয়া করবেন।

রাজবাড়ী জেলার সকল গণমাধ্যমকর্মী তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!