নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
সারা দেশের মত রাজবাড়ীতে করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সর্বশেষ আজ বুধবার ১৫ জুলাই পর্যন্ত রাজবাড়ী সিভিল সার্জন সূত্রে পাওয়া তথ্য মতে-
স্যাম্পল প্রেরণঃ ৮৮
তারিখ : ১২/০৭/২০২০
পজিটিভঃ ২৩
এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৮ জন, পাংশা উপজেলার ৬ জন,গোয়ালন্দ উপজেলার ৩ জন,বালিয়াকান্দি উপজেলার ৫ জন,কালুখালি উপজেলার ১ জন।
এ পর্যন্ত রাজবাড়ীতে মোট পজিটিভ রোগী শনাক্তঃ ৭৮০জন
সুস্থঃ ৩৯১ জন
মৃতঃ০৬ জন
হোম আইসোলেশনে চিকিৎসারতঃ৩২৬ জন
হসপিটালে ভর্তি আছেঃ৩৬ জন
মোট স্যাম্পল প্রেরণঃ৫৬১৭
স্যাম্পল রিপোর্ট প্রাপ্তিঃ ৫৪৪১
স্যাম্পল রিপোর্ট পেন্ডিংঃ ১৭৬